Recent Events:

Nazipur Mohila College মোবাইল নম্বর- ০১৩০৯-১২৩৬৪৬

History

logo nmc
১৯৯৫ ইং সালে অত্র কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক জনাব মোঃ আতাউর রহমান চৌধুরী ও ভূগোল বিষয়ের প্রভাষক জনাব কাজী আব্দুর রশিদ সহ এলাকার গণমান্য ব্যক্তি বর্গের প্রচেষ্টায় এবং ডাঃ আবু ওবায়দা ও ডাঃ মোঃ শামসুল আলম এর সহযোগিতায় কলেটি প্রথমে ভাড়া করা বাড়ীতে যাত্রা শুরু করে।  পরবর্তীতে ১৯৯৬ সালে আলহাজ্ব নূর আলম খাদেমুল ইসলাম এর দানকৃত ৬৮ শতাংশ জমির উপর ভবন নির্মাণ পূর্বক কলেটি স্থানান্তরিত হয়। ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে ছাত্রী ভর্তির অনুমতি, ২৯/০৫/১৯৯৬ তারিখে একাডেমিক স্বীকৃতির পর ২৪/০৪/২০০০ ইং তারিখে এম পি ও ভুক্ত হয়। বর্তমানে কলেজটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানিবকবিভাগ এবং বিএ, বিএসএস কোর্সসহ স্নাতক (সম্মান) শ্রেনিতে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞান কোর্স চালু রয়েছে।

Message From Principal

বর্তমানে তথ্য-প্রযুক্তিতে দেশ বেশ এগিয়ে চলেছে। যুগের সাথে সাথে তাল মিলিয়ে পাঠদানের পদ্ধতিও দিনে-দিনে বদলে যাচ্ছে। শ্রেণী শিক্ষা-কার্যক্রম সহ পাঠদানের বিভিন্ন বিষয়ে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরো বেশী গতিশীল করা সম্ভব। সনাতনী পাঠদান পদ্ধতির চেয়ে প্রযুক্তি নির্ভর পাঠদান পদ্ধতি শিক্ষার্থীদের কাছে আরো বেশী গ্রহণযোগ্য ও কার্যকর। পাঠদানের পদ্ধতিকে আরো বেশী প্রযুক্তি নির্ভর করতে অত্র কলেজের ওয়েবসাইটটি প্রকাশ করা হলো। এখানে শিক্ষক-শিক্ষার্থীকে এক প্লাটফর্মে দাঁড় করিয়ে আরো বেশী কার্যকর ভাবে শিক্ষা-কার্যক্রমকে বিস্তৃত করার প্রচেষ্টা গ্রহণ করা হবে।
অশ্বিনী কুমার বর্মন
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
নজিপুর মহিলা কলেজ
পত্নীতলা, নওগাঁ।

Event 1

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ ৪র্থ পার্যায়ে Online এর মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময়সূচি।

এখানে ক্লিক করুন

Event 2

মানচিত্রে নজিপুর মহিলা কলেজ-

Google Map